IND vs Srilanka : দর্শক বতল ছুরল মাঠে, ভারত জয়ী ৬ উইকেট এ।


IND vs Srilanka 

ফের এক বার বড় রান করতে ব্যর্থ শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে তৃতীয় এক দিনের ম্যাচে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২১৭ রান তুলল চামারা কাপুগেদরার দল।

ভারত ২১০  রান ৪ উইকেট , জিততে আর ৮ রান দরকার ।

মাঠে রয়েছে ধনি ৬১ রান ৮১ বল, আর রহিত ১২২ রান ১৪৩ বল।
210/4
রাত ১০.০৩: দর্শক বতল ছুরছে মাঠে, জেতার মুখে ভারত। খেলা এখন স্তগিত রয়েছে।

রাত ১০.৩০: মাঠ প্রায় খালি করে আবার শুরু হল খেলা.........।।

রাত ১০.৩৫:  ভারত জয়ী ৬ উইকেট এ

Player of the Match বুমরা ৫ উইকেট
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment