সফল জিএসটি, কেন্দ্রের কোষাগারে কত টাকা জমা পড়ল?



জুলাই মাস থেকে দেশ জুড়ে চালু হয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি। আর এই নয়া কর ব্যবস্থা লাগু করে প্রথম দফাতেই কেন্দ্রের ঘরে বিপুল অর্থ জমা পড়ল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মঙ্গলবার এই বিষয়ে একটি পরিসংখ্যান পেশ করে জানান, কর বাবদ কেন্দ্রের ঘরে ৯২,২৮৩ কোটি টাকা জমা পড়েছে। তাও শুধু জুলাইতেই। করদাতাদের মধ্যে মাত্র ৬৪.৪২ শতাংশ মানুষের কাছ থেকে এই টাকা এসেছে।

বেশ কয়েকটি কেন্দ্রীয় কর ও রাজ্যের লেভি তুলে দিয়ে একটি অভিন্ন কর ব্যবস্থা চালু করা কেন্দ্রের কাছে অ্যাসিড টেস্টের সমান কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স বা ভ্যাট তুলে দিয়ে সর্বত্র একটিই কর বা জিএসটি চালু করা হয়। নয়া কর ব্যবস্থার প্রথম দফায় ৯১ হাজার কোটি টাকা সরকারের ঘরে আসবে বলে মনে করা হয়েছিল। কিন্তু সরকারের সব ধারণা ছাপিয়ে প্রথম দফাতেই বিপুল সাড়া মিলল মানুষের কাছ থেকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল কেন্দ্রও। নয়াদিল্লিতে জেটলি বলছেন, ‘৬৪.৪২% করদাতা জুলাইতে ৯২,২৮৩ কোটি টাকা জমা দিয়েছেন।’



এই বিপুল অঙ্কের মধ্যে ১৪,৮৯৪ কোটি টাকা সেন্ট্রাল জিএসটি, ২২,৭২২ কোটি টাকা স্টেট জিএসটি, ৪৭,৪৬৯ কোটি টাকা ইন্টিগ্রেটেড জিএসটি ও ৭,১৯৮ কোটি টাকা কমপেনসেশন সেস বাবদ জমা পড়েছে। সবকিছু ঠিকঠাক চললে এর থেকে কেন্দ্রের কাছে ৪৮ হাজার কোটি টাকা ও সব রাজ্য মোট ৪৩ হাজার কোটি টাকা পাবে। জিএসটির আওতায় প্রথম রিটার্ন জমা দেওয়ার ডেডলাইন ছিল ২৫ আগস্ট। তবে কয়েকটি শর্তে সেই তারিখ পিছিয়ে ২৮ আগস্ট পর্যন্ত করা হয়। জেটলি আরও জানিয়েছেন, লেট পেমেন্টের ক্ষেত্রে সামান্য ফাইন দিলেও কর জমা করা যাবে। নয়া কর ব্যবস্থার আওতায় এসেছে ৭২.৩৩ লক্ষ ব্যবসা।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment