শনিবারই চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সেই তালিকায় প্রকাশ হল বাংলার একজনের নাম। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মাফুজা খাতুন।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বিজেপির প্রার্থী করা হয়েছে মাফুজা খাতুনকে। তিনি বামফ্রন্টের দুবারের বিধায়ক ছিলেন। গতবছর সিপিএম থেকে বিজেপিতে যোগ দেন।
বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তিনি কংগ্রেসের অভিজিত্ মুখোপাধ্যায় ও তৃণমূলের খালিদুর রহমানের বিরুদ্ধে লড়াই করবেন।
বিজেপি প্রথম তালিকায় বাংলায় ২৮ জন প্রার্থীর নাম প্রকাশ করেছিল। তারপর চতুর্থ প্রার্থী তালিকায় মাফুজা খাতুনের নাম ঘোষণা হল।
এরাজ্যের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার ধীরে চলো নীতি গ্রহণ করেছে অমিত শাহরা। এখনও বাংলায় ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করতে বাকি বিজেপির।

0 comments:
Post a Comment