ভারতের কাছে মাথা নত করে বায়ুসেনা অফিসার অভিনন্দনকে মুক্তির ঘোষণা পাকিস্তানের
শেষেমেশ ভারতের যাবতীয় দাবির কাছে ঝুঁকল পাকিস্তান।
শুক্রবারই ছেড়ে দেওয়া হবে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এই ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে ওয়াঘা সীমান্ত দিয়ে নিয়ে আসা হবে।
ভারত আগেই বলেছিল যে পাইলটকে ফেরানো নিয়ে কোনও শর্তে রাজি নয় নয়াদিল্লি। ভারত সরকার চাইছে অবিলম্বে দেশের ফেরানো হোক অভিনন্দনকে। এরপরই বৃহস্পতিবার সুর নরম করেছে পাকিস্তান।
এর আগে ভারতের আকাশে পাকিস্তানের বিমান লক্ষ্য করে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানে অবতরণ করতে বাধ্য হন ভারতের এই বীর সেনা অফিসার। আর তারপরই পাকিস্তানি সেনা তাঁকে ঘিরে ফেলে গ্রেফতার করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনা করতেও রাজি হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারতের কাছ থেকে পুলওয়ামা হামলায় জৈশ যোগ নিয়ে ডসিয়ার বা তথ্য পাঠানোর কথা স্বীকার করেছে। পাক বিদেশ মন্ত্রক বলেছে, ওই তথ্যে যদি সত্যতা থাকে তাহলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।
এর আগে ভারত জানিয়েছিল উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতে কোনও রকমের দরকষাকষি বা শর্ত মানবে না দিল্লি। বিনা শর্তে পাকিস্তান যেন ফিরিয়ে দেয় উইং কমান্ডারকে। এমনই দাবি করেছিল ভারত। আর সেই দাবি মেনেই আগামীকাল পাকিস্তান ফেরত পাঠাচ্ছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে।
'আমি আপনাকে বলতে বাধ্য নই', ..ঠিক এই সুরেই পাকিস্তানি সেনা অফিসারদের একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন বায়ুসেনার উইং কামান্ডার আভিনন্দন বর্তমান। পাকিস্তানের কব্জায় থেকে সেদেশের সেনার হাতে বন্দি হয়েও , চোখে মুখে রক্ত নিয়েও এতটুকু ভাঁটা পড়েনি তাঁর সাহস কিম্বা দাপটে! আর এখানেই তিনি প্রমাণ করেছেন তিনি ভারতীয় বায়ুসেনার উইংকমান্ডার।
ভারত স্পষ্ট বার্তা দেয় যে, পাইলটের যদি কোনও ক্ষতি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মনে করা হচ্ছে সেই চাপের কাছেই কার্যত নতিস্বীকার করল পাকিস্তান।
এদিন সকালেই পাইলটের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ''দেশের বীর যোদ্ধারা দেশের সীমান্তে ও সীমান্তের ওপারে পরম বিক্রমের পরিচয় দিয়েছে। পুরো দেশ একজোট হয়ে এর মোকাবিলা করবে এবং দেশের জওয়ানদের পাশে আছে।''
শুধু ভারত নয়, মনে করা হচ্ছে পাইলটকে ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখেও পড়েছিল পাকিস্তান।

0 comments:
Post a Comment