এবার পাকিস্তানে সেনা কনভয়ে জঙ্গি হামলা, বাড়ছে মৃতের সংখ্যা



পুলওয়ামা জঙ্গি হামলা ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটল। তবে এবার পাকিস্তানে।

পাক সেনার কনভয়ে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন পাক সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন।

বালুচিস্তানে পাকিস্তানের সেনা কনভয়ে রবিবার সন্ধ্যায় আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। সৌদি যুবরাজের পাকিস্তান সফরের আগেই এই ভয়াবহ জঙ্গি হামলা।

বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালোচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। উল্লেখ্য, দু'দিন আগেই কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা হয় সিআরপিএফ কনভয়ে। বিস্ফোরণে শহিদ হন ৪০ জন জওয়ান।

জানা গিয়েছে, বালুচিস্তানের চিন-পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি- রুটের টারবাট ও পাঞ্জগুর-এর মধ্যে এই জঙ্গি হামলা হয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন-এর পাকিস্তানে পা রাখার ১ ঘণ্টা আগে এই বিস্ফোরণ হয়।

বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা রাজি সাংগার ট্যুইট করে এই হামলার দায় স্বীকার করেছে। বালুচিস্তানের জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে সৌদি আরবের উচিত নয় সন্ত্রাস বিধ্বস্ত পাকিস্তানে বিনিয়োগ করা। তাই সৌদির রাজাকে বার্তা দিতেই এই আত্মঘাতী হামলা চালানো হল।

বালোচ রাজি আজোই সাংগার বা বিআরএএস হল বালুচিস্তানের তিনটি সংগঠনের একটি জঙ্গি ফোরাম। যার পোশাকি নাম বালুচ প্রো-ফ্রিডম অর্গানাইজেশন। এই ফোরামের মধ্যে রয়েছে, বালুচ লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচ রিপাবলিকান গার্ডস।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment