মোদিকে ফের প্রধানমন্ত্রী দেখতে চান, মুলায়মের আশীর্বাদ মোদীকে, কী বললেন প্রধানমন্ত্রী?



সংসদে ১৬তম লোকসভার শেষ বাজেট অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অন্য সংসদরা নিজেদের ভাষণ দিয়েছেন। তার মধ্যে ভাষণ দিয়ে সকলকে চমকে দিলেন মুলায়ম সিং যাদব।

সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদবের পিতা মুলায়ম এদিন বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সকলকে নিয়ে চলার প্রয়াস করেছেন। আমি চাই, আমার এটাই ইচ্ছে যে সকলে ফের জিতে আসুন এবং আপনি ফের প্রধানমন্ত্রী হোন।

ছেলে নাম লিখিয়েছেন মোদি বিরোধী মহাজোটে। আর বাবা মোদির গুণগানে মগ্ন। বুধবার সংসদে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পাশে দাঁড়িয়েই মোদির প্রশংসা করে তাঁকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। সংসদ অধিবেশনের শেষ দিনে মুলায়মের এই বক্তব্যে অনেকেই চমকে গিয়েছেন।

কলকাতায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ডাকে আয়োজিত ব্রিগেড সমাবেশের মঞ্চেও দেখা গিয়েছিল অখিলেশ যাদবকে।

বিজেপিকে হারাতে বিএসপির সঙ্গে জোট গড়েছেন অখিলেশ। যাকে উত্তর প্রদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলা যেতেই পারে।

ছেলে যখন মোদির বিরোধিতায় জোট বাঁধতে শুরু করেছেন তখন বাবা মোদির গুণগান গাইছেন তাও আবার সংসদ অধিবেশনে।

মুলায়মের এই অপ্রত্যাশিত মন্তব্যে গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে অখিলেশ কী বলবেন বা তিনি কী ভাবছেন তা এখনও জানা যায়নি ঠিকই। তবে সপা নেতা রবিদাস মলহোত্রা জানিয়েছেন, '‌মুলায়মজি কেন একথা বলেছেন তা আমাদের জানা নেই। লোকসভা ভোটে দলের একটাই নীতি কেন্দ্রের মোদি সরকারকে উত্‍খাত করা। সেই লক্ষ্যেই এগোচ্ছে দল।'‌

প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, '‌মুলায়মজির মন্তব্যের সঙ্গে একমত নই আমরা।'‌ ‌

এই বক্তব্যের পর সংসদের ভিতরে তো বটেই, সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। ছেলে অখিলেশ যেখানে মোদী বিরোধী জোটে হাজির হয়ে এনডিএ সরকারকে সরানোর ডাক দিয়েছেন, সেখানে মুলায়ম মোদীকে সংসদে দাঁড়িয়ে সমর্থন করে বসলেন।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদী শেষ ভাষণ দিতে ওঠেন। সব পক্ষের সাংসদদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ধন্যবাদ জানান মুলায়ম সিং যাদবকেও। তাঁর সরকার ১৪০০-র বেশি পুরনো আইন বর্জন করেছে। এই তথ্য দিয়ে তিনি বলেন, এটা সবে শুরু। আরও অনেক কাজ বাকী রয়েছে। আর সেজন্য মুলায়মজী আশীর্বাদ দিয়ে দিয়েছেন।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment