ভারতের গর্বের Train 18, উন্নত প্রযুক্তি, ঘন্টায় ১৮০ কিমি, টিকিটের দাম কত?



উন্নত প্রযুক্তি নির্ভর তৈরি করা হয়েছে ভারতের গর্বের এই Train 18 ট্রেনটি। ট্রেনের মধ্যে ওয়াই-ফাই, প্যান্সেঞ্জারদের সুবিধার জন্যে জিপিএস লাগানো হয়েছে, এলইডি লাইট, আলাদা মোবাইল চার্জিং পয়েন্ট, অটোমেটিক বায়ো-ভ্যাকুম বাথরুম, 360-degree ঘুরতে পারে এমন সিট ছাড়াও রয়েছে আরও অত্যাধুনিক প্রযুক্তি। তবে সবথেকে অত্যাধুনিক প্রযুক্তি হল automatic climate control system। যা কিনা এই ট্রেনে জার্নি করার সময় একটা আরামদায়ক পরিস্থিতি তৈরি করবে।

Train 18 ট্রেনের টিকিটের দাম কত তা জানেন কি? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, Train 18-এর এসি চেয়ার কার টিকিটের দাম ১,৮৫০টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৩,২৫০ টাকা। দিল্লি থেকে বারাণসী ট্রিপের এই ভাড়াতেই যুক্ত রয়েছে ক্যাটারিং সার্ভিস চার্জও।

রিটার্ন জার্নি বা ফিরে আসার ক্ষেত্রে, চেয়ার কার টিকিটের মূল্য ১৭৯৫ টাকা এবং এক্সিকিউটিভ কার টিকিটের মূল্য ৩৪৭০টাকা। আগামী ১৫ ফেব্রুয়ারি এই সেমি-হাই স্পিড ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্লাস অনুযায়ী খাবারের মূল্যেরও তারতম্য রয়েছে। দিল্লি থেকে বারাণসীগামী এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদের সকালের চা, জলখাবার এবং মধ্যাহ্নভোজের জন্য দিতে হবে ৩৯৯টাকা এবং চেয়ার কারের যাত্রীদের দিতে হবে ৩৪৪ টাকা।

আবার কানপুর থেকে প্রয়াগরাজের জন্য দুই শ্রেণির যাত্রীদের যথাক্রমে ১৫৫ এবং ১২২টাকা দিতে হবে ওই খাবারের জন্য। আবার বারাণসী থেকে নয়াদিল্লিগামী দুই শ্রেণির যাত্রীদের দিতে হবে ৩৪৯ এবং ২৮৮টাকা।

পুরো শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেন ৮০০ কিমি এই দূরত্বে মাত্র দুটি স্টেশনে দাঁড়াবে। প্রথমে দাঁড়াবে কানপুর এবং এলাহাবাদ। ট্রায়ালের সময়ে ট্রেনটিকে প্রতি ঘন্টায় ১১২ কিমি বেগে ছোটানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পুরোদমে যখন দেশের ট্র্যাকে Train 18 ছুটবে তখন প্রতি ঘন্টায়  ১৮০ কিমি বেগে সেটি ছুটবে।



Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment