পুলওয়ামায় জঙ্গি বিস্ফোরণে শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান। চারদিকে প্রতিশোধের আগুন।
জঙ্গি হামলার পর দেশের বিভিন্ন প্রান্তে হেনস্তার শিকার হচ্ছেন কাশ্মীরিরা। এই পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত কাশ্মীরিরা। এবার কাশ্মীরিদের নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কখনও মহারাষ্ট্র, কখনও পুণে আবার কখনও পশ্চিমবঙ্গে কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে।
একের পর এক ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরিদের উপর হামলার প্রতিবাদে রাজস্থানের টংকের সভা থেকে মুখ খুললেন তিনি।
শনিবার রাজস্থানের টঙ্কের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমাদের লড়াই সন্ত্রাসবাদ ও মানবতার শত্রুদের বিরুদ্ধে। আমাদের লড়াই কাশ্মীরের জন্য, কাশ্মীরের বিরুদ্ধে নয়। গত কয়েকদিন ধরে কাশ্মীরি ছাত্রদের সঙ্গে যেটা হচ্ছে, তা কাম্য না।"
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে কড়া বার্তা দেন নরেন্দ্র মোদী। বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উনি শপথগ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছিলাম। এক সঙ্গে দারিদ্র ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দিয়েছিলাম"।
তিনি আরও বলেন, "আগে কোথায় কী হয়েছে, ছোট ঘটনা না বড় ঘটনা, যে কোনও কাশ্মীরি সন্তানের সঙ্গে অন্যায় হলে তা অনুচিত"। দেশের যে কোনও স্থানে 'কাশ্মীর কা লালদে'র খেয়াল রাখতে হবে, বার্তা দেন নরেন্দ্র মোদীর।
''দেশজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা দেখেছি পাকিস্তান কিভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে। আমরা জানি সন্ত্রাসবাদ কিভাবে দমন করতে হয়। এই কাজে আমরা সেনাকে সবধরণের স্বাধীনতা দিয়েছি। আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মানবতার শত্রুদের বিরুদ্ধে। আমাদের লড়াই কাশ্মীরের বিরুদ্ধে, বা কাশ্মীরিদের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই কাশ্মীরের স্বার্থে।''
PM Narendra Modi at a public rally in Tonk, Rajasthan: Our fight is against terrorism & enemies of humanity. Our fight is for Kashmir not against Kashmir, not against Kashmiris. What happened to Kashmiri students in last few days, such things should not happen in this country. pic.twitter.com/4pmLVhh4H5— ANI (@ANI) February 23, 2019
এই কথা প্রধানমন্ত্রীর মুখে শুনে আবেগ ধরে রাখতে পারেননি ন্যাশানাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী ওমর আবদুল্লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরিদের মনে কথা বলেছেন বলে এদিন দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার পর পালটা টুইট করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ধন্যবাদও দেন প্রধানমন্ত্রী মোদীকে। প্রধানমন্ত্রী কাশ্মীরিদের মনের কথা বললেন।
It’s been a more than a week since the terrible attack in Pulwama & more than a week that Kashmiris have been bearing the brunt of the public anger. Perhaps finally after PM @narendramodi Sb has spoken these forces targeting Kashmiris will stop in their tracks.— Omar Abdullah (@OmarAbdullah) February 23, 2019
এদিন মোদীর মুখের আশ্বাসেই আস্থা রাখছেন কাশ্মীরিরা। ট্যুইটে সেকথাই বলতে চেয়েছেন ওমর আবদুল্লা। দাবি ন্যাশানাল কনফারেন্সের।
শুক্রবার শীর্ষ আদালত দেশের ১১ রাজ্যের ডিজিপি ও মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে, কাশ্মীরিদের ওপরে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। রাজ্যে কাশ্মীরি ছাত্রছাত্রী ও অন্যান্য কাশ্মীরিদের নিরাপত্তা দিতে হবে।

0 comments:
Post a Comment