১৬তম লোকসভায় শেষবার ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বিদায়ী ভাষণে কি বললেন তিনি ?


১৬তম লোকসভায় শেষবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভাষণ ছিল মূলত ধন্যবাদ জ্ঞাপনের। সংসদের নেতা হিসাবে এদিন সকলকে ধন্যবাদ জানান তিনি।

ফিরে আসার অঙ্গীকার করে ১৬তম লোকসভার শেষ ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ হল ১৬তম লোকসভার শেষ অধিবেশন। এবার পালা ১৭তম লোকসভা ভোটের

সেই ভোটের পর নতুন সরকার নির্বাচিত হয়ে আসবে। তার আগে এদিন শেষবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সামগ্রিকভাবে সকলে ধন্য়বাদ জানিয়েই নিজের ভাষণ শেষ করেছেন প্রধানমন্ত্রী।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার জিতে ক্ষমতায় আসে। সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি আসন পেয়েই বিজেপি সরকার গড়ে।

নরেন্দ্র মোদী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রয়োজনীয়তা কথা বুঝিয়ে দেন।

তিনি বলেন,

তিন দশক পরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি সরকার তৈরি হয়েছে। এবং স্বাধীনতার পর প্রথমবার কংগ্রেস গোত্রের বাইরে গিয়ে সরকার তৈরি হয়েছে।

কংগ্রেস গোত্রের বাইরে জোট সরকার অটল বিহারী বাজপেয়ীর আমলে হয়েছিল। তবে ২০১৪ সালে এই সরকার পূর্ণ বহুমত নিয়ে সরকারে আসে।

এই পাঁচ বছরের মেয়াদে সংসদে সবমিলিয়ে ২২৩টি বিল পেশ হয়েছে। পাশ হয়েছে তার মধ্যে ২০৩টি।

এই সরকার কালো টাকা ও দুর্নীতি বিরোধী আইন বানিয়েছে। বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা ও আর্থিক অপরাধ করে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ধরে এনে আইনের সামনে পেশ করতে কঠোর আইন বানিয়েছে।

এই লোকসভায় ৪৪জন মহিলা সাংসদ নির্বাচিত হয়ে এসেছেন। যা আগে কোনওদিনও হয়নি।

এই সরকার জিএসটি বিল পাশ করেছে পাশ ১২টায়। তত্‍কালীন রাষ্ট্রপতিকে দিয়ে তার উদ্বোধন করিয়েছে।

আধার নিয়ে বিল তৈরি হয়েছে। এটি এমন একটি বিল যা নিয়ে সারা বিশ্ব জানার চেষ্টা করছে।

এই সরকার শত্রু সম্পত্তি বিল পাশ করেছে। দরিদ্র শ্রেণির জন্য বিল পাশ করেছে।

সংসদদের টাকা বাড়ানো নিয়ে যে টিপ্পনী শুনতে হতো সেটারও স্থায়ী সমাধান করেছে এই সরকার।

আইন প্রণেতা সাংসদদের হাত ধরে এই সংসদ ১৪০০টির বেশি আইন বর্জন করেছে। যে আইন ইংরেজ আমল থেকে চলে আসছিল ও প্রাসঙ্গিকতা হারিয়েছিল।

এই সভায় বিপক্ষে বসে থাকা মল্লিকার্জুন খারগের সঙ্গে সবচেয়ে বেশি বিবাদ হয়েছে। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী।

পাশাপাশি লালকৃষ্ণ আডবাণী ও খারগে এতদিন ধরে সাংসদ হওয়ার পরও দীর্ঘক্ষণ সংসদে বসে থেকে সভার কথা শোনা নিয়েও অভিনন্দন জানান মোদী।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment