বজায় রইল বিজেপির আধিপত্য, কংগ্রেসকে ছাপিয়ে বিজেপির দাপট



মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড়ে ভোটে ধাক্কা খেলেও উত্তর পূর্ব ভারতে এখনও দাপট আধিপত্য বিজেপির।

অসমের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে দেখা গেল বিজেপির দাপট। কংগ্রেসকে ছাপিয়ে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। পুরো ফলাফল প্রকাশিত হলে সেই ব্যবধান অনেকটা বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

১৬৮৪ টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড আসনে জিতেছে বিজেপি। তারপরে কংগ্রেস ১০৫০টি আসনে আর অসম গণপরিষদ ৩৩৯ টি আসনে জিতেছে।

এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত সভাপতি আসনে ১৫৯ টি আসনে জিতেছে বিজেপি। কংগ্রেস জিতেছে ৯৯টি আর অসম গণপরিষদ জিতেছে ৩৮টি আসনে।

আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে বিজেপি জিতেছে ১৭২টি আসনে। কংগ্রেস ৯২টি আর অসম গণপরিষদ জিতেছে ২৭টি আসনে।

পুরো ফলাফল প্রকাশিত হলে কংগ্রেসকে ছাপিয়ে বিজেপির আসন অনেকটা বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment