এতদিন মোবাইল নম্বর পোর্ট করতে লেগে যেত প্রায় ১০ থেকে ১২ দিন। এই ঝামেলা এড়াতেই অনেক গ্রাহক ইচ্ছা থাকলেও বদলাতে পারতেন না সার্ভিস প্রোভাইডার।
এবার মোবাইল নম্বর 'পোর্টিং'-এর প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার জন্য নতুন নির্দেশিকা আনল টেলিকম রেগুলেটরি সংস্থা TRAI.।
TRAI-এর এই নতুন নির্দেশিকায় 'ইনফ্রা লাইসেন্সড সার্ভিস এরিয়া' বা একই সার্কেলে মোবাইল নম্বর 'পোর্টিং' করতে হবে দু'দিনের মধ্যে।
মোবাইল নম্বর অন্য সার্কেলের হলে পোর্টিং-এর ক্ষেত্রে সর্বাধিক চার দিন সময় নেওয়া যাবে। যদি কোনও প্রোভাইডার বৈধ কারণ ছাড়া পোর্ট করার আবেদন বাতিল করে দেন বা সহযোগিতা না করেন, তা হলে প্রত্যেকটি ক্ষেত্রের জন্য ওই সার্ভিস প্রোভাইডারকে ১০ হাজার টাকা করে জরিমানা হবে।
ইউনিক পোর্টিং কোডের বৈধতার সময়সীমা ১৫ দিন থেকে কমিয়ে ৪ দিন করা হয়েছে। তবে জম্মু-কাশ্মীরে এবং অসম-সহ উত্তর-পূর্ব ভারতে আগের মতোই এই সময়সীমা ১৫ দিন পর্যন্ত বজায় থাকবে।

0 comments:
Post a Comment