কংগ্রেসের জয়ে, নাচতে দেখা গেল নরেন্দ্র মোদীকে !



ছত্তিশগড়ের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই কংগ্রেসের বিভিন্ন কার্য্যালয়ে শুরু হয়ে যায় উল্লাস পর্ব। আর এমনই সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নিমেষে হল ভাইরাল।

২৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেসের জয়ে  আনন্দে শরিক হয়ে দুহাত তুলে নৃত্যরত 'নরেন্দ্র মোদী'।



ভিডিওতে, নরেন্দ্র মোদী হিসেবেই যাকে ভুল করবেন সেই অভিনন্দন পাঠককে দেখা গেল সেলিব্রেশনের মুডে। লখনউয়ে কংগ্রেসের অফিসের সামনে দু'হাত তুলে নাচতে দেখা গেল তাঁকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চেহারায় সাদৃশ্যের জন্য ২০১৪ সালেই লাইমলাইটে আসেন অভিনন্দন পাঠক, বিজেপির হয়ে তাঁকে প্রচারেও দেখা যায়। তবে দলবদল করে তিনি কংগ্রেসে যোগ দেন।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment