দীর্ঘ ২২ বছর পর আজ থেকেই জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন দেশের এই সীমান্তবর্তী রাজ্যে। উল্লেখ্য, বুধবারই ৬ মাসের রাজ্যপালের শাসন শেষ হতে চলেছে জম্মু-কাশ্মীরে।
এদিন মধ্যরাত থেকেই কার্যকর হবে কেন্দ্রের এই নির্দেশিকা। পিডিপি-বিজেপি জোট ভাঙার পর, ছ'মাস আগেই উপত্যকায় জারি হয়েছিল রাজ্যপালের শাসন। বুধবারই সেই মেয়াদ পূর্ণ হয়েছে।
সোমবার বিষয়টি নিয়ে আলোচনায় বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সেখানেই জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন নিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। ফলে, জম্মু-কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখে আবারও সেখানে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ দেওয়া হল। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।
সোমবার জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে রিপোর্ট পাঠানোর পর কেন্দ্রীয় মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
বুধবার এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানেই এই রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর সেই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে।
কয়েকদিন আগেই উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পেশ করেছিলেন সত্যপাল মালিক। রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছে সত্যপাল মালিকের পেশ করা সেই রিপোর্ট।

0 comments:
Post a Comment