সুলতা কোড়া এবং জপন মুখোপাধ্যায় তাঁরা দু'জনেই গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলার রামপুর পঞ্চায়েতে বিজেপির টিকিটেই ভোটে জিতেছিলেন।
দিন কয়েক আগে তাঁরা বীরভূমের বোলপুরে জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। মূলত এই দুই সদস্যের উপরে নির্ভর করেই রামপুর পঞ্চায়েত দখল করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গঠিত হয় ঘাস ফুল পরিচালিত পঞ্চায়েত বোর্ড।
সপ্তাহকাল কাটতে না কাটতেই জোড়া ফুল ছেড়ে ফের পদ্ম ফুলের পতাকাতলে ফিরে এলেন দুই পঞ্চায়েত সদস্য। শুক্রবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব।
তাঁদের দাবি, 'ভুল করে তৃণমূলে চলে গিয়েছিলাম।' ভুল ভাঙার কারণেই ফের পুরনো দলে ফেরত এসেছেন বলে দাবি করেছেন প্রত্যাবর্তনকারীরা।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর হাত ধরে বিজেপির দুই পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূলে। রামপুর গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য যোগ দেওয়ায় তৃণমূল এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। পঞ্চায়েত গঠন করে। কিন্তু দুই পঞ্চায়েত সদস্যই ভোল বদল করায় ফের সমস্যা তৈরি।
শনিবারেই বীরভূমে বড় সভা করার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের। তার আগের দিনেই দুই পঞ্চায়েত সদস্যের দল বদলের ঘটনায় কিছুটা হলেও চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ল রামপুর পঞ্চায়েতের বোর্ডের ভবিষ্যত্।
ঠিক যখন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের সভার তোড়জোড় চলছে, তখন সভার আগের দিনই তৃণমূলকে ধাক্কা দিয়ে দুই বিজেপি সদস্যের ঘরে ফিরে যাওয়া ঘাসফুল শিবিরে জোর ধাক্কা বলেই রাজনৈতিক মহল মনে করছে।

0 comments:
Post a Comment