নরেন্দ্র মোদী সহ বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা পাল্টে ফেললেন নিজের নাম



২০১৯ ভোট-যুদ্ধে বিজেপির তাক লাগানো চমক টুইটারে, পাল্টে গেল বিজেপি দলের বহু নেতার নাম।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রীতিমত তাক লাগিয়ে বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা টুইটারে পাল্টে ফেললেন নিজেদের নাম। আর সেই তালিকায় সামিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য়, বিজেপির 'ম্যায় ভি চৌকিদার' প্রচারের একটি অঙ্গ এই নাম পাল্টে ফেলার পদক্ষেপ। ২০১৯-এর প্রচারের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি। এবারের নির্বাচনী প্রচারে গেরুয়া শিবিরের নয়া সংযোজন 'ম্যায় ভি চৌকিদার' ক্যাম্পেন।

'চৌকিদার' নরেন্দ্র মোদী

ভোটের আগে নাম পাল্টে নরেন্দ্র মোদী নিজের নামের আগে বসিয়ে দিলেন 'চৌকিদার' শব্দটি। টুইটারে আপাতত এই পরিচিতি নিয়েই হাজির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী। এই নিয়ে একটি বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।

দেশবাসীর উদ্দেশে তিনি জানান, দেশের সেবায় নিয়োজিত রয়েছে দেশের চৌকিদার। শুধু তিনি নিজে নন, যাঁরাই দেশে অন্যায়, দুর্নীতি, নোংরা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়বেন তাঁরাই 'চৌকিদার ' বলে পরিচিত হবেন।

এই প্রচারের প্রথম ভাগে ইতিমধ্যেই 'ম্যায় ভি চৌকিদার' ভিডিও প্রকাশ করেছে বিজেপি। যেখানে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে দিতে শোনা যাচ্ছে 'আমিও চৌকিদার' স্লোগান। সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচারমূলক সেই ছোট ছোট ভিডিও।

এবার রবিবার প্রকাশ পেয়েছে এই নির্বাচনী প্রচার কৌশলের দ্বিতীয় ভাগ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রত্যেকেই টুইটারে নিজেদের নাম পরিবর্তন করতে শুরু করেছেন। প্রত্যেকে নামের আগে 'চৌকিদার' যোগ করতে শুরু করেছেন।

ইতিমধ্যে টুইটারে ট্রেন্ডিং হচ্ছে #ChowkidarPhirSe, #iTrustChowkidar, #mainbhichowkidaar, #ChowkidarNarendraModi ইত্যাদি।

অমিত শাহের প্রোফাইলের নাম পাল্টে গেল। সেখানেও নামের আগে বসানো হয়েছে, 'চৌকিদার' শব্দটি।






Share on Google Plus
JanaSoftR

1 comments:

  1. emperor casino | Shootercasino
    Play online casino games and get 1xbet an extra 제왕 카지노 100 Free Spins Welcome Bonus. Play for real money online with หาเงินออนไลน์ Playtech casino software. All you have to do is

    ReplyDelete