কেরলে সিপিএম পার্টি অফিসের ভিতরে সমর্থকের ২১ বছরের যুবতী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল শাসকদলের এক ছাত্রনেতার বিরুদ্ধে।
এই ঘটনার জেরে গর্ভবতী হয়ে পড়েন যুবতীটি। আর প্রসবের পরে নিজের সন্তানকে রাস্তায় ফেলে চলে যান।
পুলিশ তদন্তে নেমে মেয়েটিকে জেরা করলে ওই ছাত্রনেতার ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়েছেন বলে পুলিশকে জানান। ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাড় জেলায়।
ওই যুবতীর অভিযোগ, গত বছর জুন মাসে পালাক্কাড় জেলার একটি প্রত্যন্ত গ্রামের সিপিএম পার্টি অফিসে কলেজ ম্যাগাজিনের প্রস্তুতির জন্য গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত ছাত্রনেতা। এর ফলেই তিনি গর্ভবতী হয়ে পড়েন।
কয়েকদিন আগে সন্তান প্রসব করার পর লোকলজ্জার ভয়ে তিনি সন্তানটিকে রাস্তার ধারে ফেলে আসেন। প্রসবের আগে পর্যন্ত যে গর্ভবতী হয়ে পড়েছেন তা তিনি বা তাঁর পরিবারের কেউ বুঝতে পারেননি।
পার্টি অফিসে ধর্ষণের প্রসঙ্গে স্থানীয় এক সিপিএম নেতা জানান, দলীয় অফিসের মধ্যে সত্যি এই ঘটনা ঘটেছে কি না তা দলের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। মেয়েটি এই অভিযোগ করলেও এর সঙ্গে সিপিএম বা তাদের পার্টি অফিসের কোনও যোগ নেই বলে দাবি স্থানীয় পুলিশের।

0 comments:
Post a Comment