নির্বাচন কমিশনের ক্লিন চিট, 'মিশন শক্তি'-তে নিয়ম ভাঙেননি প্রধানমন্ত্রী মোদি, বিরোধীদের মুখ পুড়ল



গত বুধবার প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, ভারত অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল পরীক্ষায় সফল হয়েছে।  একটি উপগ্রহকে ধ্বংস করে বিশ্বের হাতে গোনা স্পেস সুপার পাওয়ার দেশগুলির একটি হয়ে উঠেছে।

'‌মিশন শক্তি'‌ অর্থাত্‍ উপগ্রহ ধ্বংসকারী অস্ত্রের কথা ঘোষণা করে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই অভিযোগ বিরোধীদের।

এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠন করে এই বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দেয় কমিশন। তবে সূত্রের খবর, সেই অভিযোগ থেকে মোদিকে ক্লিন চিট নির্বাচন কমিশনের।

মিশন শক্তি নিয়ে জাতির উদ্দেশ্যে, দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণে কোনও রকম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়নি বলে সাফ জানালো নির্বাচন কমিশন।

ফলে মোদীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়ে মুখ পুড়ল বিরোধীদেরই। এদিন কমিশনের বিবৃতিতেই অভিযোগ নাকচ হয়ে গেল।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment