২০১৯ ভোট-যুদ্ধে বিজেপির তাক লাগানো চমক টুইটারে, পাল্টে গেল বিজেপি দলের বহু নেতার নাম।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে রীতিমত তাক লাগিয়ে বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা টুইটারে পাল্টে ফেললেন নিজেদের নাম। আর সেই তালিকায় সামিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য়, বিজেপির 'ম্যায় ভি চৌকিদার' প্রচারের একটি অঙ্গ এই নাম পাল্টে ফেলার পদক্ষেপ। ২০১৯-এর প্রচারের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি। এবারের নির্বাচনী প্রচারে গেরুয়া শিবিরের নয়া সংযোজন 'ম্যায় ভি চৌকিদার' ক্যাম্পেন।
ভোটের আগে নাম পাল্টে নরেন্দ্র মোদী নিজের নামের আগে বসিয়ে দিলেন 'চৌকিদার' শব্দটি। টুইটারে আপাতত এই পরিচিতি নিয়েই হাজির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী। এই নিয়ে একটি বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।
দেশবাসীর উদ্দেশে তিনি জানান, দেশের সেবায় নিয়োজিত রয়েছে দেশের চৌকিদার। শুধু তিনি নিজে নন, যাঁরাই দেশে অন্যায়, দুর্নীতি, নোংরা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়বেন তাঁরাই 'চৌকিদার ' বলে পরিচিত হবেন।
এই প্রচারের প্রথম ভাগে ইতিমধ্যেই 'ম্যায় ভি চৌকিদার' ভিডিও প্রকাশ করেছে বিজেপি। যেখানে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে দিতে শোনা যাচ্ছে 'আমিও চৌকিদার' স্লোগান। সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচারমূলক সেই ছোট ছোট ভিডিও।
এবার রবিবার প্রকাশ পেয়েছে এই নির্বাচনী প্রচার কৌশলের দ্বিতীয় ভাগ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রত্যেকেই টুইটারে নিজেদের নাম পরিবর্তন করতে শুরু করেছেন। প্রত্যেকে নামের আগে 'চৌকিদার' যোগ করতে শুরু করেছেন।
ইতিমধ্যে টুইটারে ট্রেন্ডিং হচ্ছে #ChowkidarPhirSe, #iTrustChowkidar, #mainbhichowkidaar, #ChowkidarNarendraModi ইত্যাদি।
Bharatiya Janata Party amplifies 'Main Bhi Chowkidar' campaign ahead of Lok Sabha elections. pic.twitter.com/wTfadsarkE
— ANI (@ANI) March 17, 2019
Your Chowkidar is standing firm & serving the nation.
— Chowkidar Narendra Modi (@narendramodi) March 16, 2019
But, I am not alone.
Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar.
Everyone working hard for the progress of India is a Chowkidar.
Today, every Indian is saying-#MainBhiChowkidar
जिसने बनाया स्वच्छता को संस्कार...वो है चौकीदार। #MainBhiChowkidar
— Chowkidar Amit Shah (@AmitShah) March 17, 2019
कहो दिल से #ChowkidarPhirSe pic.twitter.com/jLqn6atvXR
From Namrasha, I'm gonna be
— Chowkidar Namrasha (@n_namrasha) March 17, 2019
CHOWKIDAR Namrasha#ChowkidarPhirSe#MainBhiChowkidar pic.twitter.com/AZaTRPpf2f

emperor casino | Shootercasino
ReplyDeletePlay online casino games and get 1xbet an extra 제왕 카지노 100 Free Spins Welcome Bonus. Play for real money online with หาเงินออนไลน์ Playtech casino software. All you have to do is