কলকাতার কাছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! মুখোমুখি ধাক্কা


ফের ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল।  কলকাতার কাছে হুগলির শ্রীরামপুরে বড়সড় রেল দুর্ঘটনা। শ্রীরামপুরে ঢোকার সময় ইনসপেকশন কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা আপ শেওড়াফুলি লোকালের।

শনিবার বিকেলে শেওড়াফুলি লোকাল যখন শ্রীরামপুর স্টেশনে ঢুকছিল তখন স্টেশনের আগেই দুর্ঘটনাটি ঘটে। শেওড়াফুলি লোকাল সোজা গিয়ে ধাক্কা মারে ওই লাইনেই লাইন মেরামতির কাজ করা একটি লোকো ইঞ্জিনে।

ইনসপেকশন কারটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই শেওড়াফুলি লোকালটি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন চালক। কিন্তু, তাতেও এড়ানো যায়নি দুর্ঘটনা। দুটির-ই গতি কম থাকায় তাই খুব ভয়ংকর এক দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে । বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে শেওড়াফুলি লোকালের ধাক্কায় লোকো ইঞ্জিনটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ক্ষতি হয়েছে শেওড়াফুলি লোকালের সামনের অংশেরও।

দুর্ঘটনার জেরে লোকো ইঞ্জিনের চালক সহ গুরুতর আহত হয়েছেন ৯ জন যাত্রী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের উদ্ধার করে দ্রুত শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার জেরে তৈরি হওয়া শব্দে আঁতকে ওঠেন আশপাশের মানুষ। স্টেশন এলাকা। দুর্ঘটনার পরই বহু মানুষ আশপাশে থেকে ছুটে আসেন।

স্থানীয় মানুষের দাবি, সিগনালিংয়ের ভুলের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও রেলের তরফে এবিষয়ে কোনও কিছু জানানো হয়নি। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। এমন ঘটনায় যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, আপ শেওড়াফুলি লোকাল নিয়ম মেনেই যাচ্ছিল। কিন্তু একই লাইনে কীভাবে দুটি ট্রেন চলে আসে? কেন সিগন্যাল দেওয়া হয়নি? সব নিয়েই তদন্ত শুরু হয়েছে।


Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment