এক প্লেট বিরিয়ানির জন্য কংগ্রেস কর্মীদের মারামারি, গ্রেপ্তার ৯



উত্তর প্রদেশের বিজনৌরের কংগ্রেস প্রার্থী নসিমুদ্দিন সিদ্দিকির সভায় ঘটেছে ঘটেছে এক চরম কাণ্ড। নসিমুদ্দিনের প্রচারসভা আয়োজন করেছিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক মৌলনা জামিল। নির্বাচনী জনসভার পর সভায় আসা কংগ্রেস কর্মী-সমর্থকদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বিরিয়ানির প্যাকেটের। কথা ছিল প্রচার সভার শেষে সকলকে বিরিয়ানি খাওয়ানো হবে।

কিন্তু, সভা শেষ হওয়ার আগেই সেই প্যাকেট তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন সেখানে উপস্থিত কংগ্রেস কর্মীরা। আর তা নিয়ে বচসা হতে হতেই আচমকা শুরু হয়ে যায় মারপিট। এর জেরে জখম হন অনেকে।

বিরিয়ানি কে আগে নেবে এই নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।  একটা প্যাকেটে বিরিয়ানির জন্য একে অপরের উপর লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হন তাঁরা। এর জেরে জখম হন অনেকে। পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে গিয়েছিল যে পুলিসের সাহায্য নেওয়া হয়।
পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাচনী বিধি ভঙ্গ সহ একাধিক অভিযোগে কংগ্রেস নেতা জামিল এবং তাঁর ছেলে নইম আহমেদ সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিস।

সার্কেল অফিসার রাম মোহন শর্মা জানিয়েছেন নির্বাচনী জনসভায় অনুমতি ছাড়া বিরিয়ানির প্যাকেট বিলির অভিযোগে ৯ জন উদ্যোক্তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাকরোলি থানার অন্তর্গত তাধেদা গ্রামে।

লোকসভা ভোটের প্রচারে বিরিয়ানি নিয়েই হাতাহাতি শুরু করে দিলেন কংগ্রেস কর্মীরা। তার জেরে উত্তরপ্রদেশে চরম অস্বস্তিতে পড়তে হল রাহুল গান্ধীর দলকে।

বিষয়টিকে কেন্দ্র করে তাধেদা গ্রামে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অতিরিক্ত পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে।




২০১২ সালে উত্তরপ্রদেশের মিরপুর বিধানসভা থেকে মায়াবতীর বহুজন সমাজ পার্টির হয়ে নির্বাচনে জিতেছিলেন মৌলানা জামিল। গত সপ্তাহে কংগ্রেসে যোগ দেন তিনি। ১১ এপ্রিল বিজনৌরে ভোটগ্রহণ।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment