নতুন মোড়, রাষ্ট্রপতিকে তাঁরা কোনও চিঠি লেখেননি, জানালেন সই থাকা সেনা আধিকারিকরা


সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বন্ধ হোক৷ এই দাবিতে বেনজির ভাবে দেশের দেড়শো অবসরপ্রাপ্ত সেনা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা প্রাক্তন সেনা আধিকারিকদের এই চিঠি গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি করেছে। কিন্তু এবার এই চিঠি কাণ্ডেই এল নতুন মোড়।

চিঠিতে সই থাকা দুই সেনা আধিকারিক আচমকাই জানালেন, এরকম কোনও চিঠিতে তাঁরা সই করেননি। এর মধ্যে একজন হলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এসএফ রডরিগেজ এবং অপরজন হলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এনসি সুরি। শুধু এই দু'‌জন নয়, আরও বেশ কয়েকজন জানিয়েছেন, তাঁরা এ ধরনের কোনও চিঠিতে সই করেননি। এমনকি বিতর্কের মাঝে রাষ্ট্রপতি ভবনের তরফে বলা হয়েছে, রাজনৈতিক স্বার্থে সেনার ব্যবহার সম্পর্কিত কোনও চিঠি এসে পৌঁছায়নি তাঁদের দপ্তরে। প্রাক্তন সেনাপ্রধান এসএফ রডরিগেজ জানান, '‌জানি না কী বিষয়ে চিঠিটি লেখা। সারাজীবন আমরা রাজনীতির উর্ধ্বে ছিলাম। ৪২ বছর ধরে চাকরি করার পর, এখন সেই অবস্থানে কোনও পরিবর্তন আসার কথা নয়। আমাদের কাছে সবসময় দেশ আগে।

জানি না কারা ওই চিঠিটি লিখেছেন। তবে এটা ঠিক এটা ভুয়ো খবরের আদর্শ একটি উদাহরণ।'‌ এদিকে, চিঠিতে একদিন শুরুতে রয়েছে অ্যাডমিরাল রামদাসের কথা। আর সেটাকে মিথ্যে আখ্যা দিয়ে প্রাক্তন বায়ুসেনা প্রধান এনসি সুরি বলেন, 'এটা অ্যাডমিরাল রামদাসের চিঠি নয়। এটা কোনও এক মেজর চৌধুরি লিখেছেন।

আর এই চিঠি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ইমেল মারফত এসেছে। আর চিঠি নাম উল্লেখের আগে আমার কোনও মতামতই নেওয়া হয়নি। যাঁরা এই চিঠি লিখেছেন, আমি তাঁদের সঙ্গে একমত নই।'‌‌

চিঠির সাবজেক্ট ছিলো, লোকসভা ভোটে দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে রাজনীতি করা অত্যন্ত নিন্দাজনক৷ ওই চিঠিটিতে দেশের প্রাক্তন সেনা আধিকারিক, নৌসেনা আধিকারিক ও বায়ুসেনা প্রধানদের স্বাক্ষর রয়েছে৷

চিঠিতে লেখা হয়েছে, কয়েকটি ঘটনা দেশের সশস্ত্র বাহিনীর পক্ষে দুর্ভাগ্যজনক৷ সেনার নানা অপারেশন, যেমন সীমান্ত পেরিয়ে হামলা-র মতো সাফল্যকে রাজনীতির প্রচারে কাজে লাগাচ্ছেন একাধিক রাজনৈতিক নেতা৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷'

কিন্তু চিঠি কাণ্ডেই এল নতুন মোড়। চিঠিতে সই থাকা বেশ কয়েকজন সেনা আধিকারিকরা জানালেন, এরকম কোনও চিঠিতে তাঁরা সই করেননি। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment