পাকিস্তানে এবার বড় হামলা করতে চলেছে ভারত! রাষ্ট্রসংঘের কাছে তারিখ লিখে ভয়ে কাঁপছে ইসলামাবাদ
রবিবার আচমকা পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি একটি বিবৃতি দেন। তাতে তিনি আশঙ্কাপ্রকাশ করেন যে ভারত আবার তাঁদের দেশে হামলা চালাতে পারে। চলতি এপ্রিলের ১৬ থেকে ২০ তারিখের মধ্যে ফের হামলা চালাতে পারে ভারত।
এবার ফের একবার ভারতের তরফে কোনও এক অজ্ঞাত হামলার আশঙ্কায় কাঁপছে পাকিস্তান! কেন ভারত হামলা চালাবে, সেই প্রশ্নের উত্তরে কুরেশির যুক্ত ছিল, ভারত চায় পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে, তাই তারা এমন পদক্ষেপ নেবে।
তার পর ইমরান খানের সরকারের বিদেশমন্ত্রীর এই মন্তব্যে হইচই পড়ে যায় সর্বত্র। প্রশ্ন উঠতে থাকে, ভারত কি সত্যিই এমন পরিকল্পনা করছে! কারণ, সন্ত্রাসবাদ দমনে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই ভারতের তরফে দেওয়া হয়েছে একাধিকবার।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৫ সদস্যের কাছে রীতিমত চিঠি লিখে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি হামলার আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁর দাবি কোনও 'নির্ভরযোগ্য গোয়েন্দা' সূত্রেরই পাকিস্তানের কাছে এই খবর রয়েছে।
শাহ মেহমুদ কুরেশির দাবি, পাকিস্তানে ভারত আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে বড়সড় হামলা করতে পারে।তবে এর চেয়ে বেশি কোনও তথ্য শাহ মেহমুদ কুরেশি আর জানাতে চাননি বলে দাবি করা হয়েছে সূত্রে।
তবে প্রশ্ন উঠছে, পাকিস্তানের কাছেই বা কী করে গেল এমন তথ্য? তা অবশ্য জানাতে চাননি পাকিস্তানের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি। তিনি জানিয়েছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে তাঁদের কাছে এই খবর এসে পৌঁছেছে।

0 comments:
Post a Comment