বর্ষশেষের উপহার, নতুন বছরে ১২০ টাকার বেশি কমছে রান্নার গ্যাসের দাম



ডিসেম্বরের একেবারে শেষে নতুন বর্ষের উপহার পেলেন মধ্যবিত্তরা। বছরের শেষ দিনেই বড়সড় স্বস্তি মধ্যবিত্তের রান্নাঘরে। এক মাসের ব্যবধানে ফের কমল রান্নার গ্যাসের দাম।

ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন গ্যাসের দাম এক লাফে অনেকটাই কমল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ঘোষণা করেছে সিলিন্ডার পিছু ৫টাকা ৯১ পয়সা করে দাম কমানো হবে। জানানো হয়েছে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমেছে ৫.৯১ পয়সা। আর ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে ১২০ টাকা ৫০ পয়সা।

মোদী সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার মধ্যরাত থেকে অর্থাত্‍ ১ জানুয়ারি থেকেই এই নয়া দাম কার্যকর হবে।  ২০১৮ সালে এই নিয়ে দ্বিতীয় বার দাম কমল রান্নার গ্যাস বা এলপিজির। এর ফলে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল এখন ৪৯৪.৯৯ টাকা। সোমবার রাত বারোটার পর থেকে এই নতুন দাম কার্যকর করা হবে। ভর্তুকি যুক্ত এলপিজির দাম ছিল ৫০০.৯০ টাকা। পয়লা ডিসেম্বর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছিল ৬.৫২ টাকা।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমার ফলেই ভারতের বাজারে এই রান্নার গ্যাসের দাম কমেছে বলে আইওসি সূত্রে খবর। পাশাপাশি, পয়লা জানুয়ারি থেকে কমছে ভর্তুকিহীন গ্যাসের দামও ।  সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৬৮৯ টাকা, যা আগে ছিল সিলিন্ডার প্রতি ৮০৯.৫০ টাকা।
পয়লা ডিসেম্বর এই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমেছিল ১৩৩টাকা। পাশাপাশি জানানো হয়েছে, ভর্তুকি অতিরিক্ত টাকা এই জানুয়ারি থেকেই গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যার পরিমাণ ১৯৪.০১ টাকা।

গ্যাসের এই মূল্যহ্রাস প্রসঙ্গে আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে, টাকার দামেও উন্নতি ঘটেছে। সেই কারণেই সিলিন্ডারের দাম কমল।

শাসক দল এই রান্নার গ্যাসের মূল্যহ্রাসকে লোকসভার আগে মাস্টারস্ট্রোক বলে মনে করছে। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment