এ বছরে সবচেয়ে সস্তা হয়ে গেল পেট্রল ডিজেল, রবিবার দাম নেমে গেলো অনেকটাই



ফের কমল পেট্রল-ডিজেলের দাম। আজ তেলের দাম ঘোষণার পর থেকে দেখা গেলো কলকাতার ইন্ডিয়ান অয়েলের পাম্পে এক লিটার ডিজেলের দাম পড়বে ৬৪ টাকা ৮৪ পয়সা , অপরদিকে পেট্রোলের দাম পড়বে ৭১ টাকা ১৫ পয়সা ।

শনিবারের থেকে পেট্রল-ডিজেলের দাম কমলো ২৩ ও ২২ পয়সা প্রতি লিটার । বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ও ডলারের দাম কমাতেই কমেছে তেলের দাম।

বিশ্বের বাজারে এখন অপরোশোধিত তেলের দাম ক্রমশ কমছে। তাই দেশেও পেট্রল-ডিজেলের দাম নিম্নমুখী।

রবিবার পেট্রপণ্যের মূল্য প্রায় ২৩ পয়সা কমেছে। আর তার জেরেই সবচেয়ে সস্তা হয়েছে পেট্রল-ডিজেল।

রবিবার কলকাতায় পেট্রলের দাম হয়েছে ৭১ টাকা ১৫ পয়সা। দাম কমেছে ২২ পয়সা। আর ডিজেলের দাম ২৩ পয়সা কমেছে। তার ফলে এদিন কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৬৪ টাকা ৮৪ পয়সা।

অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে চাহিদা ও যোগানের উপর নির্ভর করে। বছর শেষ হওয়ার একদিন আগে পেট্রল-ডিজেল এবছরের সবচেয়ে সস্তা হয়ে গেল।

অপরিশোধিত তেলের চাহিদা এখন নিম্নমুখী। এখন দেখার আগামিকাল, বছরের শেষদিন এই রেকর্ড ভাঙে কি না।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment