সুনামিতে লাফিয়ে বাড়ছে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘর বাড়ি।



সুনামিতে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ধ্বংসলীলার ছবি। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সাতশোর বেশি জখম।

ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুত্‍পাতের জেরে সাগরতলে ভূমিধস হয়। তার জেরে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ সুমাত্রায় আছড়ে পড়ে সুনামি।

প্রকৃতির তাণ্ডবে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ সুমাত্রা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘর বাড়ি। প্লাবিত হয়ে যায় রাস্তা। গাড়িগুলি জলের তোড়ে ভেসে যায়।

ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুত্‍পাতের পরেই সুনামি আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকের বেশি রয়েছে যে এলাকায়, সেই 'আগ্নেয় মেখলার' মধ্যেই ইন্দোনেশিয়ার অবস্থান।

বহু বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের আলো ফুটতেই উদ্ধার কাজে হাত লাগায় উদ্ধারকারী দল। শনিবার রাতের সুনামিতে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। লাফিয়ে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। নিখোঁজ বহু, উদ্ধারকাজে বিশেষ দল।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment