ক্লাসরুমে ঢুকলেই পড়ুয়াদের 'বলতে হবে 'সালাম ওয়ালেকুম'। উত্তরপ্রদেশের হার্দোই জেলার সরকারি স্কুলের উর্দু শিক্ষক, পড়ুয়াদের 'সলাম আলেকুম' বলতে হবে এমনই নির্দেশ দিয়েছিলেন। ওই শিক্ষকের নাম ইশতিয়াক খান।
হারদোই জেলার শাণ্ডিলা শহরের একটি সরকারি স্কুলের উর্দু শিক্ষক তিনি। স্কুলের ছাত্রছা্ত্রীদের জন্য নতুন একটি নিয়ম চালু করেছেন তিনি।
পড়ুয়াদের নির্দেশ দিয়েছেন, তিনি যখন ক্লাসে ঢুকবেন, তখন যেন কেউ 'গুড মর্নিং' বা 'সুপ্রভাত' না বলে। বদলে তাঁকে 'সালাম ওয়ালেকুম' বলে অভিবাদন জানাতে হবে।
শিক্ষকের নির্দেশ। ফলে অমান্য করতে পারেনি পড়ুয়ারাও। তাই ইস্তাককে তারা 'সালাম ওয়ালেকুম' বলেই অভিবাদন জানাত। কিন্তু এই খবর বেশিদিন চাপা থাকেনি। কথায় কথায় নিজেদের বাড়ির লোকদের ঘটনাটি জানায় তারা।
Some groups have complained that Urdu teacher Ishtiaq Khan,in Govt school in Sandila is asking students to only greet him with 'Salaam alaikum'. We have issued showcause notice to him and will take action if not satisfied by his response:Hemant Rao,Basic Education Officer, Hardoi pic.twitter.com/2zJLO5XtPO— ANI UP (@ANINewsUP) December 2, 2018
অভিযুক্ত শিক্ষকের এহেন আচরণের খবর সামনে আসে শনিবার। ওই দিন পড়ুয়াদের অভিভাবকদের একাংশ এই নিয়ে অভিযোগ জানাতে স্কুলে ছুটে আসেন। বিষয়টি হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যদের কানে যেতেই তাঁরা একটি প্রতিনিধি দল স্কুলে পাঠায়। গোটা বিষয়টিকে স্কুল হারদোইয়ের বেসিক এডুকেশন অফিসার হেমন্ত রাওয়ের নজরে আনে তারা। এরপর তাঁরা বিষয়টি জেলা স্কুল কর্তৃপক্ষের নজরে আনেন। যার পরিপ্রেক্ষিতে জেলা স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত উর্দু শিক্ষককে এমন কাজের কারণ দর্শাতে শোকজ নোটিশ পাঠিয়েছে। নোটিসের জবাব এসে পৌঁছলে তবেই তাঁরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। সেই সঙ্গে জানানো হয়েছে এমন আচরণের সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে নেমে আসতে পারে শাস্তির খাঁড়া।
বজরং দলের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, ভাইঝির কাছ থেকে বিষয়টি তিনি জানতে পারেন। তারপরই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করে তাঁকে বিষয়টি জানান। ওই শিক্ষক পড়ুয়াদের 'সালাম আলেকুম' বলতে বাধ্য করতে পারেন না। প্রচ্ছন্ন হুমকির সুরেই তিনি জানান, এরকম ঘটনা ভবিষ্যতে ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 comments:
Post a Comment