যুগের সঙ্গে পাল্লা দিয়ে এবার আরও বেশি আকর্ষণীয় হচ্ছে জোমাটোর সার্ভিস। কারণ এবার আর বাইক নয়, ড্রোনে চেপে আসবে আপনার খাবার। হ্যাঁ, আকাশপথে সেই খাবার এসে পৌঁছবে বলে জানা গিয়েছে।
'জোমাটো' কিংবা 'সুইগি'র মতো ফুড ডেলিভারি সংস্থাগুলি জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু মোবাইলের অ্যাপে টাচ করলেই হবে। এবার জোমাটোর সার্ভিস ড্রোনে চেপে আকাশপথে আসবে আপনার খাবার।
লখনউয়ের টেকইগল ইনোভেশনস নামে এক সংস্থাকে বিশেষ ড্রোন বানাতে বলেছে জোমাটো। ভারতের মেট্রো শহরগুলিতে এই পরিষেবা আনতে চলেছে এই জোমাটো।
স্বাভাবিকভাবেই এই পদ্ধতি চালু হলে ডেলিভারি হবে অনেক দ্রুত। খালি পেটে আর হাঁ করে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হবে না।
এই সংস্থার তৈরি ড্রোন পাঁচ কেজি পর্যন্ত ওজনের জিনিস বহন করতে পারে বলে জানা গিয়েছে। ভারতের ১০০টা শহরে ছড়িয়ে পড়ার লক্ষ্য স্থির করেছে জোমাটো।

0 comments:
Post a Comment