কয়েকদিন আগেই ২৬ বছরের মেয়ে নয়নার মৃত দেহ উদ্ধার হয়েছিল এলাকা থেকে। পরিবারের সদস্যরা সণাক্ত করেছিল দেহটি। হিন্দু রীতি মেনে দাহ করে শেষ কৃত্যও হয়। মৃত্যুর চার দিন পর বাড়ি ফিরে চমকে দিল সেই মেয়ে। ঘটনা পাঞ্জাবের পাটিয়ালা এলাকায়।
বাড়ি এসে উপস্থিত হয় নয়না। পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের অবাক করে দিল নয়না। প্রশ্ন, মেয়ে ভেবে কাকে দাহ করা হল।
কয়েকদিন আগে এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয় নয়নার। তবে ৮ই ডিসেম্বর নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় নয়না। তার পর থেকে মেয়ের কোনও খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।
তবে চলতি সপ্তাহে পুলিশ এক যুবতির দেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা দেহ দেখে সনাক্ত করে যে এই মৃতদেহ তাদের মেয়ের। তার পর সেই দেহের শেষ কৃত্য করে নয়নার পরিবারের সদস্যরা।
মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ সুরক্ষিত রেখেছিলেন পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ-র সূত্র ধরেই মৃতদেহ শনাক্ত করা হবে।

0 comments:
Post a Comment