প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ভোটে হার-জিত আছেই। কিন্তু এই সহজ সত্যটা অনেকেই মানতে পারেন না। ভোটে জয়টা তাঁদের কাছে রীতিমতো মান-সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন তেলেঙ্গানার দুই হেভিওয়েট নেতা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোতে হারের ধাক্কা না নিতে পেরে দুজনেই মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন বলে খবর।
একজন কংগ্রেস নেতা কোমাতিরেড্ডি ভেঙ্কটরেড্ডি অপরজন টিআরএস-এর তুম্মালা নাগেশ্বর রাও।
কোমাতিরেড্ডি প্রার্থী হয়েছিলেন নালগোন্ডা কেন্দ্রে। ফল বের হতে দেখা যায়, তাঁর প্রতিদ্বন্দ্বী টিআরএস-এর কাঞ্চারলা ভুপাল পেড্ডির কাছে তিনি ৮,৬৩৩ ভোটে পরাজিত হয়েছেন। জানা গিয়েছে এরপরই তাঁর হঠাত রক্তচাপ বেড়ে যায়। তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে সারা রাজ্যে টিআরএসের জয়জয়কার হলেও পাল্লাইর কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী তুম্মালা, কংগ্রেস প্রার্থী কান্ডালা উপেন্দর রেড্ডির কাছে ৭,৬৬৯ ভোটে পরাজিত হন। এবারের হারটা সহজে মেনে নিতে পারেননি। হঠাতই তিনি বুকে ব্যথা অনুভব করেন বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

0 comments:
Post a Comment