২৯ ডিসেম্বর থেকে কি কেবল চ্যানেলের নতুন নিয়ম না মানলে টিভি দেখতে পারবেন না ? যা নিয়ে রীতিমতো হইচই।
টেলিভিশন রেগুলেটরি অথরিটি ইব ইন্ডিয়া বা ট্রাই এর তরফে জানানো হয়েছে যে, টিভি পরিষেবা নতুন নিয়ম চালুর ফলে কোনওভাবেই বিঘ্নিত হবে না। ২৯ ডিসেম্বর থেকে টিভি স্ক্রিনে ব্ল্যাকআউট হয়ে যাবে, তা একেবারেই সঠিক নয়।
নতুন নিয়ম চালুর ফলে গ্রাহকরা পছন্দমতো চ্যানেল সময়ে বেছে নিতে পারবেন। যে চ্যানেল দেখবেন, তারই শুধু টাকা দিতে হবে। তবে এই সময়ের মধ্যে সব গ্রাহককে কেবল টিভির নতুন নিয়ম মানতে হবে তা নতুন করে উল্লেখ করা হয়নি।
ট্রাই এর তরফে জানানো হয়েছে, 'দর্শকরা যেসব টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন, তা ২৯ ডিসেম্বরের পরও দেখতে পাবেন। নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ফলে পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না।'
এই সময়ে কোনওরকম ব্ল্যাকআউট যাতে না হয়, সেটা খেয়াল রাখা হবে বলে ট্রাই এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে।
ট্রাই এর এই নয়া নির্দেশিকার উদ্দেশ্য, কেবল অপারেটরদের দৌরাত্ম্য বন্ধ করা এবং গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমত টাকা আদায় করতে না পারা। আরও বিশেষভাবে বলতে গেলে, ট্রাই-এর এই নির্দেশ অনুসারে গ্রাহকরা নিজেদের পছন্দমত চ্যানেল দেখবেন নির্দিষ্ট অর্থের বিনিময়ে।
আদালত ট্রাইয়ের সুপারিশ বহাল রাখার নির্দেশ দিয়েছে, যার ফলে আস্তে আস্তে পছন্দমতো চ্যানেল অনুযায়ী টিভি পরিষেবা চালু হবে।

0 comments:
Post a Comment