প্রতারিত সোনাক্ষী সিনহা, অনলাইনে হেডফোনের অর্ডার দিয়ে হাতে পেলেন অন্য কিছু



অনলাইন শপিং-এ প্রতিদিনের ব্যবহার্য জিনিস থেকে শুরু করে ফ্যাশান আইটেম। অর্ডার মতো সবই পৌঁছে যাচ্ছে ঘরের দরজায়। যদিও এরই মধ্যে অনেকেই প্রতারিতও হচ্ছে।

যেমনটি হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হেডফোনের অর্ডার দিয়ে তিনি হাতে পেয়েছেন জং ধরা লোহার টুকরো।

অনলাইনে ১৮ হাজার টাকার হেডফোনের অর্ডার দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্যাকেট খোলার পর চক্ষু চড়কগাছ। তাতে রয়েছে জং ধরা লোহার টুকরো।

নিজের অভিজ্ঞতা  সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ারও করেছেন সোনাক্ষী।



অনলাইন শপিং-এ প্রতারিত সোনাক্ষী! এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই দৃষ্টি আকর্ষণ করেছে।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment