২০১৯ সালেও বিজেপিকে হারাব, রাহুল গান্ধী



সম্ববত তিন রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় জয় কংগ্রেসের।

রাহুল জানান. কংগ্রেস ক্ষমতায় এলে সবথেকে বেশি সুবিধা পাবেন কৃষকরা। কংগ্রেস সভাপতি বলেন, 'মানুষ যা চেয়েছে, বিজেপি সেটা দেশকে দিতে পারেনি।

কংগ্রেস গোটা দেশকে দেখিয়ে দিয়েছে, তারা আসলে কী। কংগ্রেস কর্মীদের আমি এই জয়ের জন্য আবার ধন্যবাদ দিতে চাই। দেশের প্রধান ইস্যু রোজগার ও কৃষকদের সমস্যা। সেদিকেই আমরা নজর দিতে চাই।'

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানালেন, 'আজ বিজেপিকে হারিয়েছি। ২০১৯ সালেও হারাব। এই জয় কংগ্রেস কর্মীদের জয়।'




মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে আমরা বিজেপিকে হারিয়েছি। সেখানকার মুখ্যমন্ত্রীদের হারিয়েছি। তাঁদেরও কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ।' সাংবাদিক বৈঠকে এদিন রাহুল জানান, এই জয়ের পর কংগ্রেসের দায়িত্ব বেড়ে গেল।

রাহুল বলেন, 'মানুষ জিএসটি, নোটবন্দি নিয়ে খুশি নয়। এটা প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট বার্তা।' রাহুল বলেন, 'বিজেপির একটি ভাবমূর্তি আছে। আমরা সেই ভাবমূর্তিকে হারাতে চাই। আজ হারিয়েছি। ২০১৯ সালেও হারাব।'

প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা রাখেননি। গতকাল আপনারা বৈঠক দেখেছেন। আমরা অনেক ঐক্যবদ্ধ।' কংগ্রেস হয়তো জিতেছে। কিন্তু ইভিএম সমস্যা নিয়ে অনড় থাকলেন রাহুল। তিনি বলেন, 'ইভিএমে এখনও সমস্যা আছে। ইলেকট্রনিক যন্ত্রের ভিতরে চিপ আছে। তা বদলালেই ভোটে প্রভাব পড়ে।'

রাহুল বলেন, 'আমরা অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছি প্রধানমন্ত্রীকে। কিন্তু জানি, প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিতে পারবেন না। মানুষ কী চাইছে, সেটা শুনতে পাচ্ছেন না তিনি। তরুণ প্রজন্ম বা কৃষকরা কী বলছেন, শুনতে পাচ্ছেন না প্রধানমন্ত্রী।'
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment