স্ত্রীর সঙ্গে প্রেমিককে আপত্তিকর অবস্থায় ঘনিষ্ঠ হতে দেখে ফেলেছিলেন স্বামী। পরকীয়ার প্রতিবাদে সরব হন স্বামী। যার জেরে নিজের প্রাণ খোয়াতে হল স্বামীকে।
স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়ার চাঁদপুর গ্রামে।
স্ত্রী ও প্রেমিক মিলে ইয়াসিন শেখ নামে বছর ৩৭ এর এক ব্যক্তিকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর স্ট্যান্ডের কাছে নির্মীয়মাণ একটি বাড়ির ভিতর থেকে স্বামী ইয়াসিন সেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযোগের তির ইয়াসিনেমর স্ত্রী ফুলতারা বিবি ও তার প্রেমিক রবিউল শেখের বিরুদ্ধে।
দিন তিনেক আগে ফুলতারা ও রবিউলকে নিজের বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ইয়াসিন। তা নিয়ে বিস্তর অশান্তি হয়।
দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরে নানা জায়গায় চোট রয়েছে। পুলিশ সন্দেহ করছে সম্ভবত কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করে ইয়াসিনকে খুন করা হয়েছে বলে।
ঘটনার তদন্তে নেমে ফুলতারা বিবিকে গ্রেপ্তার করেছে পুকুরিয়া থানার পুলিশ। পুলিশ ফুলতারাকে গ্রেফতার করলেও প্রেমিক রবিউল পালিয়ে গিয়েছে।

0 comments:
Post a Comment