বিস্ফোরণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে, মৃত ১, আহত ৩ জন বিজ্ঞানী



বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষণাগারে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন এক বিজ্ঞানী। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ইনস্টিটিউটের এরোস্পেস ল্যাবে বিস্ফোরণটি ঘটেছে।

বুধবার দুপুর ২টো ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ইনস্টিটিউটের অরোস্পেস গবেষণাগারে হাইড্রোজেন সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি হয়। এতটাই তীব্র ছিল সেই বিস্ফোরণ, যে চার গবেষক ২০ ফুট দূরে ছিটকে পড়েছিলেন। মনোজ কুমার(‌৩২)‌ নামে এক গবেষক ঘটনাস্থলেই মারা যান।

সেইসময়ে ল্যাবে মোট চারজন কাজ করছিলেন। বাকী তিনজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের শব্দে গোটা চত্বর কেঁপে ওঠে।

 অতুল্য উদয় কুমার, নরেশকুমার এবং কার্তিক শিনয়ের চিকিত্‍সা চলছে আইসিইউতে। প্রয়োজনে অস্ত্রোপচারও করা হতে পারে তাঁদের।

প্রাথমিক তদন্তে সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হলেও বিশদে জানতে ফরেনসিক গোটা ঘটনা খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানের তরুণ গবেষকের মৃত্যুতে শোকাহত অধ্যাপক ও পড়ুয়ারা।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment