মোদীর উপর আস্থা রেখে ফের লাফ দিয়ে বাড়ল শেয়ারবাজার



পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশের আগের দিন সোমবারে শেয়ারবাজারে ধস নেমেছিল। সেনসেক্স নেমে গিয়েছিল ৭০০ পয়েন্ট।

শুধু তাই নয়, ওই দিন আবার রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করেছেন। অর্থাত্‍ ফল প্রকাশের আগেই অর্থনৈতিক কারণে রীতিমতো চাপে ছিল মোদী সরকার। এমন পরিস্থিতিতে ফল প্রকাশের দিন সকালবেলা রীতিমতো নেমে যায় শেয়ারসূচক।

মনে করা হচ্ছিল মোদী সরকার চাপে থাকায় তারই প্রতিফলন পড়েছে বাজারে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ারসূচক ঘুরে দাড়িয়েছিল। আর বুধবার দেখা গেল বড় লাফ দিয়ে সেনসেক্স নিফটিকে উঠতে।

ফের মোদীর উপর আস্থা রেখে লাফ দিয়ে বাড়তে দেখা গেল শেয়ারসূচককে । গত দিনের তুলনায় বুধবার সেনসেক্সের উত্থান হল ৬২৯ পয়েন্ট পাশাপাশি নিফটিও বেড়েছে ১৮৮ পয়েন্ট।

এদিনে প্রায় ২ শতাংশ বৃদ্ধি ঘটেছে সূচকের। দিনের শেষে সেনসেক্স ৬২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৫,৭৭৯ পয়েন্টে এবং নিফটি ১৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০,৭৩৮ পয়েন্টে।

গতকালই রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের নাম ঘোষণা হয়েছিল। এদিন তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। ফলে বিনিয়োগকারীরা আশা করেছে নতুন গভর্নর বাজারকে চাঙ্গা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিন শেয়ার বাজারের উত্থানের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিশেষত ব্যাংকের একটা ভূমিকা ছিল। কারণ ব্যাংকগুলির শেয়ারের দাম রীতিমতো বাড়তে দেখা গিয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, বিজেপি রাজস্থান ছত্তিশগঢ়, মধ্যপ্রদেশ তিনটি রাজ্যে কংগ্রেসের কাছে পরাজিত হলেও বিনিয়োগকারীরা মোদী উপরই ভরসা রাখছে । প্রতিষ্ঠান বিরোধী ভোটের ফলে এমনটা হয়েছে ফলে তাই বাজারে লগ্নিকারীরা এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চায়নি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment