একগুচ্ছ পণ্যের দাম কমাল মোদী সরকার, কোন কোন জিনিসের দাম কমল




গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে মোট ৯৯ টি পণ্যকে নুন্যতম জিএসটির স্ল্যাবে আনা হবে। জিএসটি ২৮ শতাংশ থেকে তা কমিয়ে ১৮ শতাংশের নিচে রাখা হবে।

সেই পথেই শনিবার হাঁটল জিএসটি কাউন্সিল। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ৩৩টি জিনিসের উপর জিএসটি কমানোর সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার।

এদিন নয়াদিল্লির বিজ্ঞানভবনে জিএসটি কাউন্সিলের ৩১তম বৈঠক ছিল। সেই বৈঠকেই ৩৩টি পণ্যের উপর থেকে পরিষেবা কর কমানোর সিদ্ধান্তে সিলমোহর দিল জিএসটি কাউন্সিল।

 তারপরেই সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, আগের থেকে রাজস্ব আদায়ের পরিমাণ অনেকটাই বেড়েছে।

সেকারণে রাজ্যগুলিকে ক্ষতিপূরণের অর্থ দিতে হচ্ছে না কেন্দ্রীয় সরকারকে। এরকম নানাবিধ কারণেই প্রস্তাবিত ৩৩টি জিনিসের জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন জিএসটি স্তর অনুযায়ী ৩২ ইঞ্চি টেলিভিশন, পাওয়ার ব্যাঙ্ক, ভিডিও গেমস, ডিশ ওয়াশার, ডিজিটাল ক্যামেরা, গাড়ির টায়ার, সহ একাধিক জিনিসের জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে ঠিক তেমনই ১০০ টাকা মূল্যের সিনেমার টিকিটের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।

থার্ড পার্টির গাড়ির বিমাও ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। জনধন যোজনাকে জিএসটির আওতা থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৮ শতাংশের সর্বোচ্চ জিএসটি স্ল্যাব শুধুমাত্র বিলাবহুল পণ্যের ওপরেই ধার্য করা হবে। এই মুহূর্তে মাত্র ২৮টি জিনিস ২৮ শতাংশ জিএসটির আওতায় রইল।

২৮ শতাংশের স্ল্যাবে যে জিনিস রয়েছে তা সাধারণ মানুষকে কোনওভাবে প্রভাবিত করবে না বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সবমিলিয়ে জিএসটি দামে পরিবর্তন রাজস্বে ৫৫০০ কোটি টাকার চাপ তৈরি করবে বলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। নতুন দাম ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ধার্য হতে চলেছে বলেই জানানো হয়েছে।

২৮ শতাংশের সর্বোচ্চ জিএসটি স্ল্যাব শুধুমাত্র বিলাবহুল পণ্যের ওপরেই ধার্য করা হবে। ১৮ শতাংশের স্ল্যাব থেকে ৪টি পণ্যকে সরিয়ে ফেলা হয়েছে। একটিতে ৫ শতাংশের স্ল্যাবে ও তিনটিকে ১২ শতাংশের স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে।

আর এর ফলে সাধারণ মানুষের অনেকটাই স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে মোট ৩৩টি পণ্যের দাম জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও আগামিদিনে ট্যাক্স করের তালিকায় রয়েছে আরও কয়েকটি পণ্য। সেগুলিকেও জিএসটির সর্বনিম্ন ট্যাক্সের আওতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। জনধন অ্যাকাউন্টের পরিষেবা জিএসটির বাইরে আনা হল।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment