পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গ ছিন্নভিন্ন করে দিল স্বামী



স্ত্রী পরকীয়ায় জড়িয়ে। বেশ কিছুদিন ধরে সন্দেহ করছিল স্বামী। পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গে ছুরি দিয়ে ছিন্নভিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানা এলাকার কাজিগ্রাম এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মহিলাকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে, স্ত্রীকে সন্দেহ করত স্বামী বিমল যাদব। তা নিয়ে সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকত। এইভাবেই ঝগড়া চূড়ান্ত মাত্রায় পৌঁছয়। এদিন সকালেও স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলে বিমল। এই নিয়ে তুমুল বচসা বাধে দম্পতির মধ্যে। তারপরে স্ত্রীকে মারধর করে ছুরি নিয়ে হামলা চালায়।

কথা কাটাকাটি হাতাহাতি পর্যন্ত গড়ায়। স্ত্রীকে মারধর করে বিমল। এরপরই স্ত্রীকে বিবস্ত্র করে ঘরে থাকা চাকু নিয়ে তার উপর হামলা করে অভিযুক্ত। গোপনাঙ্গে চাকু ঢুকিয়ে খুনের চেষ্টা করে। পরিচারিকার চিত্কার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ওই মহিলাকে।

অভিযুক্ত বিমল ঘটনার পর থেকে পলাতক। পুলিশে অভিযোগ করা হয়েছে। জানা গিয়েছে, একসময়ে রিকসা চালাত বিমল। তবে বেশ কিছুদিন তাও বন্ধ করে দেয়। স্ত্রী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন। তাতেই সন্দেহ তৈরি হয় বিমলের মনে। তারপর বেশ কিছুদিন অশান্তির পর স্ত্রীর ওপরে পাশবিক অত্যাচার চালিয়ে পালিয়েছে সে।

ক্ষতবিক্ষত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।

হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। গোপনাঙ্গে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। দশটি সেলাই পড়েছে । এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।  অস্ত্রোপচারের পরও তিনি বিপন্মুক্ত নন।

অভিযুক্ত স্বামী বিমল যাদবের বেশ কিছুদিন ধরে হাতে কাজ ছিল না। বাড়িতে বসেছিল বিমল। তাঁর বছর ২৪-এর স্ত্রী বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। দম্পতির ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

বিমল যাদবের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত গৃহবধূর পরিবার। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী বিমল যাদব।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment