বিজেপিকে রথযাত্রার অনুমতি কলকাতা হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য



রথযাত্রা নিয়ে দমবন্ধ অবস্থার অবসান। কলকাতা হাইকোর্ট বিজেপিকে রাজ্য জুড়ে তাদের রথযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।

বিচারপতি জানিয়েছেন, বিজেপি রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে পারে। তবে এই রথযাত্রার জেরে যদি কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটে বা সরকারি সম্পত্তির ক্ষতি হয় তবে তার দায়িত্ব বিজেপিকেই নিতে হবে। পুলিশকেও রথযাত্রা চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট পুলিশি বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছে আদালত।

বিজেপির তরফে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। এই রায়কে গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেছে বিজেপি নেতৃত্ব।

 যে রায় বেরোনোর পর বিজেপি সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে জানিয়ে দেন, আদালতের রায় রাজ্যের গালে থাপ্পড়ের সমান।
 'আদালতে থাপ্পড় খেয়ে শর্ত মেনেছে রাজ্য সরকার।' রথযাত্রায় অনুমতি পেয়েই প্রাথমিক প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এমনভাবেই কড়া আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সবদিক থেকেই রথযাত্রাকে আটকানোর চেষ্টা হয়েছিল। তবে এদিন আদালতের রায় তার বিপক্ষে মত দিয়েছে। এমনই জানান তিনি।

সিঙ্গল বেঞ্চ রায় ঘোষণার করার পরই ক্যাভিয়েট দাখিল করেছে বিজেপি। তবে রথযাত্রা মামলায় শেষ পর্যন্ত সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করারই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানানো হবে। এদিকে বড়দিনের পরই বিজেপি এ রাজ্যে রথযাত্রা করতে চাইছে বলে খবর। শোনা যাচ্ছে, ২৮, ২৯ ও ৩১ তারিখকে সম্ভাব্য দিন ধরে আলোচনা চালাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা।

এদিকে শুক্রবার থেকে বড়দিন উপলক্ষ্যে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে কাজকর্ম বন্ধ থাকবে। ফের আদালত খুলবে ২ জানুয়ারি। তাই হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার রথযাত্রা মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানাবে বলে খবর।

শুক্রবার রাজ্যের তরফে আইনি পদক্ষেপ করে আবেদন জানানো হবে প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের কাছে দরবার করা হবে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment