প্রতিবছর পাকুড়ের সিধু-কানুহু মেলায় হয়ে থাকে চুম্বন প্রতিযোগিতা। যার অংশিদার হন আদিবাসীরাই।
শনিবারই পাকুড়ের সিধু-কানুহু মেলায় চুম্বন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অংশ নেন আদিবাসী সমাজের নর-নারী। কিন্তু তাতেও বাদ সেধেছেন একদল মানুষ। নিষেধাজ্ঞার জেরে এবার আর অনুষ্ঠিত হয়নি চুম্বন প্রতিযোগিতা।
যার জেরে পাকুড়ের সিধু-কানহু মেলার মূল আকর্ষণটাই ফিকে হয়ে গিয়েছে। ভালোবাসার উত্সবে হবে, তাতে আপত্তি কোথায় বুঝে উঠতে পারছেন না ঝাড়খণ্ডের পাকুড়ের আদিবাসীরা।
সোশ্যাল মিডিয়ার কোপে ভালবাসার চিরন্তন বহিঃপ্রকাশও নিষিদ্ধ হয়ে গিয়েছে। গতবছর লিটিপাড়ায় এই চুম্বন প্রতিযোগিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তোলপাড় হয়েছিল গোটা দেশ।
ভারতের মত ঐতিহ্যবাহী দেশে জ্ঞান দিতে বসেছিলেন সমাজপতিরা। অথচ এই সংস্কৃতির দেশেই লুকিয়ে চুম্বনে আপত্তি নেই। প্রকাশ্যে চুম্বন হলেই সেটা লোকলজ্জার কারণ হয়ে দাঁড়ায়।

0 comments:
Post a Comment