গুগল ম্যাপও সম্ভবত বুঝে গিয়েছে মন্দির অযোধ্যাতে হবে। তাই তো গুগল ম্যাপে অযোধ্যার সেই বিতর্কিত জায়গার নাম হয়ে গিয়েছে 'মন্দির ইহা বানেগা'। 'মন্দির ওহি বানায়েঙ্গে' এতদিন শোনা যেত রামভক্তদের মুখে। এবার সেই বুলি গুগল ম্যাপেও।
গুগল ম্যাপে শনিবার সকালে অযোধ্যা রামজন্মভূমি লিখে সার্চ করতেই অযোধ্যার বিতর্কিত স্থানের কাছেই গুগল লোকেশন ইন্ডিকেটরে দেখাচ্ছে 'মন্দির ইয়েহি বনেগা'।
হিন্দু সংগঠনগুলি ঠিক যেখানে রামচন্দ্রের জন্মভূমি হিসেবে দাবি করে থাকে সেই রাম লালা সদনের অদূরেই ইন্ডিকেটরটিকে দেখা যাচ্ছিল। যাতে লেখা ছিল 'মন্দির ইয়েহি বনেগা'। শুধু অযোধ্যা নয়, রাম জন্মভূমি লিখে সার্চ করলেও একই ছবি দেখা যাচ্ছিল।
এতেই হকচকিয়ে যান সকলে। তবে এখন গুগল থেকে সেটি সরিয়ে দেওয়া হয়। রামজন্মভূমি লিখলে সেই লেখাটি আর আসছে না। অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ছবি।
উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রিপোর্টের ভিত্তিতেই পরে ইন্ডিকেটরটি সরিয়ে নেয় গুগল কর্তৃপক্ষ।
বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের দাবিতে সোচ্চার হিন্দুত্ববাদী নেতারা। 'মন্দির ইহা বানেগা' স্লোগানটি সেই সব ডানপন্থী সংগঠনের দেওয়া। এমন এক সময়ে ঘটনাটি ঘটেছে যখন সামনেই বাবরি মসজিদ ধ্বংসের ২৬ বছর পূর্তি।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ধুলিসাত্ করে দেওয়া হয় বিতর্কিত মসজিদটি। লক্ষ লক্ষ করসেবক ওই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের দাবি জানিয়ে মসজিদ ভেঙে ফেলে।
এই ঘটনার পরই গোটা দেশে দফায় দফায় শুরু হয় সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ। সেই ঘটনার দুই দশক ফের খবরের শিরোনামে রামমন্দির। গেরুয়া শিবিরের নেতারা ইতিমধ্যে অধ্যাদেশ এনে সেখানে রামমন্দির নির্মাণের দাবি জানাতে শুরু করেছেন।
একাধিকবার বিতর্কিত স্থানে মন্দির নির্মাণের দাবিও উঠেছে। যদিও, এখনও পর্যন্ত মন্দির তৈরির উদ্দেশ্যে পদক্ষেপ করার সাহস দেখায়নি কোনও সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে বিতর্কিত অযোধ্যা মামলা।

0 comments:
Post a Comment