সুখবর মধ্যবিত্তের ! রান্নার গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা



সুখবর মধ্যবিত্তের জন্যে ! টানা ৬ মাস মূল্যবৃদ্ধির পর এক ধাক্কায় অনেকটাই কমছে গ্যাসের দাম। কমছে ভরতুকিযুক্ত এবং ভরতুকিবিহীন গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে। দাম কমছে ১৩৩ টাকা। দাম কমছে ভর্তুকিবিহীন গ্যাসের দামও। প্রায় সিলিন্ডার পিছু ৬ টাকা দাম কমছে।

গত কয়েকমাস ধরে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছিল। যা নিয়ে রীতিমত তিতিবিরক্ত মধ্যবিত্ত। অবশেষে সিলিন্ডিার পিছু দাম অনেকটাই কমায় স্বস্তি নিঃশ্বাস ফেলবেন এবার সাধারণ মানুষ। ১ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

ছ-মাস ধরে দাম বাড়ছে রান্নার গ্যাসের। এতদিন পর তা নিম্নমুখী হল। ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এবার কমল অনেকটাই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শুক্রবার বিবৃতি দিয়ে জানাল গ্যাসের দাম কমার কথা।

দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হবে ৮০৯.৫০ টাকা।

কেন্দ্রীয় সরকার মোট ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকির অঙ্ক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। নভেম্বরে ভর্তুকি ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা।

প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল রান্নার গ্যাসের দাম। এভাবে দাম বৃদ্ধি হওয়াতে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। প্রায় ১০০ টাকার কাছাকাছি দাম কমায় খুশি এলপিজির গ্রাহকরা। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এই বিবৃতি প্রকাশের পর স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরছে হেঁসেলে।





Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment