‘জিরো’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে মুম্বই ফিল্ম সিটিতে তীব্র চাঞ্চল্য ছড়াল। অগ্নিকাণ্ডের সময় শাহরুখ খান মেক আপ ভ্যানের মধ্যে ছিলেন৷ উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট-ও।
মুম্ভি ফিল্ম সেটে জিরোর সেটে এই অগ্নিকান্ড হয়৷ শট শার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান৷ দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে৷
ফিল্ম রিলিজের আর সপ্তাহ তিনেক বাকি। ডিসেম্বরের ২১ তারিখে মুক্তি পাচ্ছে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা অভিনীত আনন্দ এল রাইয়ের ফিল্ম ‘জিরো’।
এ মাসেই ট্রেলার লঞ্চও হয়ে গিয়েছে। বৃহস্পতিবার একটি গানের দৃশ্যের শুটিং ছিল গোরেগাঁওয়ের মুম্বই ফিল্ম সিটিতে। হঠাৎই আগুন লেগে যায় সেটে।
অগ্নিকাণ্ডের সময় শাহরুখ খান নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের আশপাশশেই ছিলেন আলিয়া ভাটও। কলাকুশলীরা সবাই নিরাপদেই রয়েছেন বলে জানানো হয়েছে।

0 comments:
Post a Comment