বড় ধাক্কা! মুকুলের চালে মাত তৃণমূল, তৃণমূলের ৩০টি পরিবার বিজেপিতে



তৃণমূল কে জোর ধাক্কা মুকুলের, তৃণমূলের প্রায় ৩০টি পরিবারকে গেরুয়া শিবিরে টানলেন তিনি। পুরুলিয়ায় বিজেপির এক জনসভায় মুকুল রায়ের হাত ধরে দলে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি অর্জুন গড়াই। তাঁর নেতৃত্বেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসে ৩০টি পরিবার। এই সভায় মুকুল রায় ছাড়াও ছিলেনে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

২০ বছর ধরে মুকুল রায় একার হাতে গড়েছেন তৃণমূলের সংগঠন। জঙ্গলমহলে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই। তৃণমূলের অধিকাংশ নেতা তাঁর অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়েই জঙ্গলমহলে বিজেপিকে বাড়িয়ে চলেছেন তিনি।

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরজঙ্গলমহলকে টার্গেট করে তিনি তৃণমূলের ভিত নড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই কাজে তিনি অনেকটা সফলও।

মুকুল রায়ের যোগদানের পর এই কেন্দ্রে শক্তিশালী হয়েছে বিজেপি। তৃণমূলে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙনের পথ ধেরই জেলায় সংগঠন বাড়িয়ে চলেছে বিজেপি।

সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল। জঙ্গলমহলে পালাবদলের সূচনা হয়েছে। সেই কারণেই পঞ্চায়েত ভোটে প্রভূত সাফল্য পেয়েছে বিজেপি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment