মুক্তির আগেই ৪৯০ কোটির ক্লাবে, রজনী ও অক্ষয়ের সিনেমা 2.0



ছবি মুক্তির আগেই ৪৯০ কোটি টাকা রোজগার করে ফেলেছে 2.0 সিনেমাটি। ২০১৮ সালের সবচেয়ে আকাঙ্খিত ছবিতে রজনীর পাশাপাশি রয়েছেন অক্ষয় কুমারও।

রজনীকান্ত যে সিনেমায় থাকবেন সেখানে ম্যাজিক হবে না তো কোথায় হবে! তার সঙ্গে জুড়েছেন অক্ষয় কুমার।

প্রি-বুকিং থেকে ১২০ কোটি রোজগারের পরে স্যাটেলাইট সত্ত্ব বেচে ১২০ কোটি টাকা, ডিজিটাল সত্ত্ব বেচে ৬০ কোটি টাকা, উত্তর ভারতে সত্ত্ব বেচে ৮০ কোটি টাকা, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় সত্ত্ব বেচে ৭০ কোটি টাকা, কর্ণাটকে সত্ত্ব বেচে ২৫ কোটি টাকা, কেরলে সত্ত্ব ১৫ কোটি টাকা তুলেছে ২.০-প্রযোজকেরা।

সবমিলিয়ে উঠেছে ৪৯০ কোটি টাকা। আগের প্রি বুকিং থেকে ১২০ কোটি ও এই সত্ত্ব বেচে ৩৭০ কোটি টাকা ইতিমধ্যে ২.০-র টিম তুলে ফেলেছে।

মোট ৫৪৩ কোটি টাকা বাজেটে সিনেমাটি তৈরি হয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment