রাজধানীতে 'অগ্নিকাণ্ড' ঘটাল এক মাতাল। মাতালের কীর্তিতে দীপাবলির আগের রাতে আতঙ্ক ছড়াল মদনগীর এলাকার বাসিন্দাদের মধ্যে। মধ্য কুড়ির এক যুবক মদের নেশায় ১৮টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। দক্ষিণ দিল্লির মদনগিরের এই ঘটনার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। এই সূত্র ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, নেশার ঘোরে জ্বালানির পাইপ খুলে দেয় মদ্যপ ব্যক্তি। মোট ১৮টি গাড়িতেই আগুন লাগিয়ে দেয় সে। এরপর সেই পেট্রলেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। গাড়িতে আগুন লাগানোর ঘটনায় হতচকিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। তড়িঘড়ি আগুন নেভানোরও চেষ্টা শুরু করেন স্থানীয়রা। তাঁরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ভোরবেলায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, আগুন লাগা গাড়ির মধ্যে ১৪টি মোটরসাইকেল, বাকী ৪টি চার চাকার গাড়ি। গাড়ি-বাইকের মধ্যে ৮টি মোটরসাইকেল ও ২টি গাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে। ২টি গাড়ি ও ৬টি মোটরসাইকেলের আংশিক ক্ষতি হয়েছে।
একটি মোটরসাইকেলের পাইপ খুলে পেট্রোল বের করে তা দিয়ে সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে যুবক।
পরিস্থিতি বেগতিক বুঝেই নেশার ঘোর কেটে যায় তার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চম্পট দেয় ওই মদ্যপ। খবর পেয়ে দমকলও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছায়। ৬টি বাইক এবং ২টি গাড়ির আগুন নেভানো হয়। মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।

0 comments:
Post a Comment