নির্মাণ ক্ষেত্রে অনুমোদন দেওয়ার নিরিখে সব থেকে বেশি সদর্থক ভূমিকা পালন করেছে এই মোদী সরকার। আগের বছর ৩০ ধাপ উঠে ভারত ১৯০ দেশের তালিকায় ১০০তম স্থানে পৌঁছে গিয়েছিল।
১২৯ ধাপ এগিয়ে ৫২ নম্বর স্থানে উঠে এসেছে ভারত। নির্মাণের পাশাপাশি বিদ্যুতের জোগান, ঋণপ্রদান এবং ক্ষুদ্র লগ্নিকারীদের স্বার্থরক্ষার ক্ষেত্রেও বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই তিন ক্ষেত্রেই বিশ্বের প্রথম ২৫টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে ভারত, বুধবার এই তথ্য দিয়েছে শিল্পনীতি এবং উন্নয়ন দপ্তর (ডিআইপিপি)। তাছাড়া 'ডিস্ট্যান্স টু ফ্রন্টিয়ার' স্কোর-এর বিচারে ভারতের স্কোর গত বছর ৬০.৭৬ থাকলেও এবারে বেড়ে হয়েছে ৬৭.২৩ ।
বিশ্বব্যাংকের তালিকায় এই প্রথম দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহজে ব্যবসা করার ক্ষেত্রে প্রথম স্থান দখল করে নিয়েছে ভারত। পাশাপাশি ব্রিকস্ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই দেশ।

0 comments:
Post a Comment