দল বদল করে বিজেপিতে যোগ , তাই বাড়িতে ভাঙচুর ও লুঠপাট করলো তৃণমূল কর্মীরা !



তৃণমূল ও সিপিআইএম ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণে বিজেপি কর্মীদের মারধোর করে বাড়িতে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠলো তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে।

 যেসব কর্মীরা দল বদল করেছে তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুঠপাট চালিয়েছে তৃণমূল কর্মীরা।

১৮ নভেম্বর মল্লারপুরে মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপির জনসভায় এসে বিজেপিতে যোগ দেয় কয়েকশো তৃণমূল ও  সিপিএম কর্মী।

অভিযোগ তার পর থেকে ওই বিজেপি কর্মীদের একশো দিনের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নাসিম সেখ ও তার লোকজন বিজেপির অকু সেখ ও সানোয়ার সেখের বাড়িতে ঢুকে মারধোর ও ভাংচুর চালায়।

আজ সকালে ফের তারা চড়াও হয় বলে অভিযোগ। আজ শুক্রবার ওই গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ করে বোমাবাজি করে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বোমাবাজিতে চারজন গ্রামবাসী জখম হয়েছে। খবর পেয়ে গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশবাহীনি। চলছে এলাকায় পুলিশি টহল। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment