উদ্ধার বিরল প্রজাতির তক্ষক, গ্রেফতার পাচারকারী



ফরাক্কা থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় তক্ষক, পাচারকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। তক্ষকটির আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।

ধৃত পাচারকারীর নাম ইশা শেখ। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার পশ্চিম কাশচাঁদপুর এলাকায়।

শুক্রবার সকালে পাচারকারী ইশা শেখ মালদহর কালিয়াচক থেকে তক্ষকটি নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে  বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় তক্ষকটি উদ্ধার করে।

পুলিশ তাকে তক্ষক সহ হাতেনাতে ধরে ফেলে। তক্ষকটি ঝাড়খন্ডের দুজনকে পাচার করতে নিয়ে যাচ্ছিল ইশা। তার আগেই ফরাক্কার পুলিশের জালে নয় কোটি টাকার সাপ সহ ধরা পড়ে ইশা শেখ। উদ্ধার হওয়া তক্ষকটি পুলিশ বনদফতরের হাতে তুলে দেয়।

 ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস  জানতে পেরেছে তক্ষকটি বাংলাদেশ থেকে মালদা হয়ে মুর্শিদাবাদে নিয়ে এসেছিল সে। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার এক ক্রেতাকে ৯ কোটি টাকায় সেটি বিক্রি করছিল। এদিন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment