বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গাজা, জারি বিশেষ সতর্কতা



বঙ্গোপসাগরের উপর দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গাজা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যা ভয়ংকর রূপ নেবে।

রবিবার এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং পদুচেরীর উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৩৬ ঘণ্টায় পশ্চিম এবং দক্ষিণপশ্চিম দিকে সরছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটা তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

গাজার প্রভাবে আন্দামানেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী ১২ ঘণ্টায় বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্ধ্র , তামিলনাড়ু এবং আন্দামান উপকূলবর্তী এলাকায় মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গাজার প্রভাবে ১২ নভেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে আন্দামানে। অন্যদিকে ১৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণ তামিলনাড়ু, অন্ধ্রের দক্ষিণ উপকূলবর্তী এলাকা এবং রায়লসীমায় বৃষ্টি চলবে।

১৫ নভেম্বরের পর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে তা ঘুরে গেলে ধীরে ধীরে এর শক্তি কমবে। তবে পশ্চিমবঙ্গের ওপর এর সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গে কমতে পারে শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment