অসম জঙ্গি হামলায় ৫ বাঙালিকে খুনের ঘটনার পর থেকেই অসম সহ জাতীয় রাজনীতি উত্তাল৷ শনিবার বিভিন্ন সংগঠনের ডাকা বনধ ঘিরে উত্তপ্ত অসম৷
গণহত্যা ও বনধের মাঝে এমনিতেই জনগণ ক্ষুব্ধ৷ তার মধ্যে রাজ্যের শিলচর এবং ডিমা হাসাও জেলার সীমান্তে হরিনগর বাজারে প্রকাশ্যে জঙ্গিদের ধরা পড়ার ঘটনায় আরও উত্তপ্ত হল পরিস্থিতি৷ জঙ্গিরা এদিন নিয়মিত তোলা আদায় করতে এসেছিল৷
এবার জনতা পাল্টা সাহস দেখালেন৷ জঙ্গিরা তোলা আদায় শুরু করতেই পাল্যটা তেড়ে যান এলাকার ব্যবসায়ীরা৷ খালি হাতেই সশস্ত্র জঙ্গিদের মুখোমুখি জনতা৷
শুরু হয় গণধোলাই৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র৷ জখম হয়েছে ৬ জন জঙ্গি, ২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ সম্মিলিত প্রতিরোধ ও গণপ্রহারে কাবু ভয়ানক জঙ্গিরা৷

0 comments:
Post a Comment